Site icon janatar kalam

দেশে করোনা সংক্রমণের গ্রাফ আবারো উর্দ্ধমুখী, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

জনতার কলম প্রতিনিধিঃ- আবারও বৃদ্ধি পেল দেশে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪১৯। গতকাল অর্থাৎ বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণ ছিল ৮ হাজার ৪৩৯। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫৯। গতকাল এই সংখ্যা ছিল ১৯৫। অর্থাৎ, দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃতের সংখ্যা। যা দেশবাসীর জন্য কিছুটা স্বস্তির বললেও ভুল হবেনা। তাছাড়া পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৮,২৫১। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণ সারিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮৮। দেশে অতিমারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ১১১। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৭৪১।এখনও পর্যন্ত দেশজুড়ে টিকাকরণ অভিযানে ১৩০.৩৯ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশের অ্যাক্টিভ কেসের হার ০.২৭ শতাংশ। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ। যা মহামারীর বিরুদ্ধে সমগ্র দেশবাসীর লড়াইয়ে একমাত্র জয় বলে আখ্যা দেওয়া যায়।

Exit mobile version