Site icon janatar kalam

করোনা-আতঙ্ক, মোদী-সহ মাত্র পাঁচজন রাম মন্দিরের ভূমি পুজোর মঞ্চে

জনতার কলম,ওয়েবডেস্ক, অযোধ্যা:ভূমি পুজোর অনুষ্ঠান বুধবারই অযোধ্যায় রাম মন্দিরের । করোনা আবহে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ভূমি পুজোর চূড়ান্ত আমন্ত্রণপত্র প্রকাশিত হয়েছে সোমবারই।ট্রাস্টের তরফে বলা হয়েছে বুধবার রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান-মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া আর চার জন উপস্থিত থাকবেন। তাঁরা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্য গোপালদাস,উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল,ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। ভূমি পুজোর অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। কোনওভাবেই যাতে এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেব্যাপারে সচেষ্ট শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।করোনা আতঙ্কে ইতিমধ্যেই বিজেপিনেত্রী উমা ভারতী ভূমি পুজোর অনুষ্ঠানে থাকবেন না বলে জানিয়েছেন।

Exit mobile version