Site icon janatar kalam

দারিদ্রতা-দুর্নীতি মুক্ত দেশ হবে ভারত ২০২২ সালে : মোদী সরকার

জনতার কলম, ওয়েব ডেস্ক,নয়াদিল্লি:- চলতি বছরের স্বাধীনতা দিবসে সামনে আনা হবে এক ভিশন ডকুমেন্ট, যাতে ২০২১ সালের ৭৫ তম স্বাধীনতা দিবসের লক্ষ্য নির্দিষ্ট করা হবে। ২০২০ সালের ১৫ই অগাষ্টই তার দিশা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের মোদী সরকারের সামনে লক্ষ্য এমনই। নীতি আয়োগের মাধ্যমে তৈরি এই ভিশন ডকুমেন্টের মূল কথা ভারতকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়া, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ২০২০ ও ২০২১ সালের স্বাধীনতা দিবসে। এই ভিশন ডকুমেন্ট তৈরিতে নীতি আয়োগের সঙ্গে কাজ করেছে গ্রামোন্নয়ন মন্ত্রকও। এই প্রকল্পের অধীনে মোদী সরকারের লক্ষ্য পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা পরিষেবা প্রতি ঘরে পৌঁছে দেওয়া। ২০২২ সালে প্রত্যেকের মাথার ওপর ছাদ হবে, সেই আশ্বাসও দেওয়া হয়েছে এই ভিশন ডকুমেন্টে। কৃষি ক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ ব্যবস্থা, এই প্রকল্পের আওতায় পড়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর শুক্রবার একথা বলেন।২০২২ সালের মধ্যে ভারতকে দারিদ্রতা মুক্ত ও দুর্নীতি মুক্ত এক দেশে পরিণত করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে খবর।

Exit mobile version