Site icon janatar kalam

৪০ কেজি ওজনের রূপোর পাত বসবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরে

জনতার কলম, ওয়েবডেস্ক ,অযোধ্যা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ৫ই অগাস্ট ভূমি পুজো হওয়ার কথা রয়েছে। ৩রা অগাস্ট থেকে অনুষ্ঠান শুরু হবে, চলবে ৫ই অগাস্ট পর্যন্ত। তিন দিন ধরে অনুষ্ঠান চলবে বলে জানানো হয়েছে। প্রস্তাবিত রাম মন্দিরের ভূমি পুজোর সময় বসানো হবে ৪০ কেজির রূপোর পাত। ভূমি পুজোর সময় এই পাত বসানো হবে বলে খবর। এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাসও মহন্ত কমল নয়ন দাস। তাঁরা জানান, বারাণসীর পুরোহিতরা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এই পুরোহিতরা মার্চ মাসে রাম লাল্লার নতুন মূর্তি স্থাপনের সময়ও উপস্থিত ছিলেন। রামাচার্য পুজো হবে ৪ঠা অগাস্ট। এদিকে, ১২.১৩ মিনিটে ভূমি পুজোর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। এই সময় স্থির করেছেন মহন্তরা। গ্রহের অবস্থান বিচার করেই এই সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে, মন্দিরের প্রস্তাবিত মানচিত্র এবং উচ্চতাও পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, রাম মন্দিরে ৩ টির পরিবর্তে ৫ টি গম্বুজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোর্টের সিদ্ধান্তের পরেও মন্দির নির্মাণ নিয়ে সন্দেহ ছিল, তবে শনিবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই বৈঠকে অংশ নিয়েছিলেন, মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র সহ ট্রাস্টের ১১ জন ট্রাস্টি। এছাড়া চারজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নিয়েছিলেন। প্রস্তাবিত মডেল অনুসারে, ২.৭৫ লক্ষ ,ঘনমিটার জমিতে নির্মিত রাম মন্দিরটি দুই তলা হবে। এই মন্দিরটির দৈর্ঘ্য হবে ২৪০ ফুট ও চওড়ায় হবে ১৪০ ফুট। এটির উচ্চতা হতে চলেছে ১২৮ ফুট। ৩৩০ টি বিম ও দুটি তলা মিলিয়ে মোট ২১২ টি স্তম্ভ সমেত এই মন্দিরের দরজা থাকবে পাঁচটি।

Exit mobile version