Site icon janatar kalam

জঙ্গি হামলায় শহিদ পাঁচ জওয়ান, বন্ধ ইন্টারনেট পরিষেবা

জনতার কলম ওয়েবডেস্ক :- পুঞ্চে সেনা কনভয়ে হামলার ঘটনায় জড়িত জঙ্গিদের ধরতে গিয়ে প্রাণ হারালেন আরও পাঁচ সেনা জওয়ান। গুলিবিদ্ধ হয়েছেন দুই আধিকারিক সহ আরও বেশ কয়েকজন সেনা জওয়ান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের হামলার পরে ফের রাজৌরি সেক্টরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।সেনা সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল পুঞ্চের ভাতা দুরিয়ানে সেনা গাড়িতে হামলা চালানো জঙ্গিরা রাজৌরি সেক্টরের কান্দি এলাকার একটি গুহায় লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পান সেনা আধিকারিকরা। আর তার পরেই ওই জঙ্গিদের পাকড়াও করতে শুক্রবার সকলালে কান্দির জঙ্গলে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়। অভিযান চলার সময়েই আচমকাই সেনা জওয়ানদের উদ্দেশে বোমা ছোড়ে জঙ্গিরা। ওই বোমায় দুই জওয়ান ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর জখম হন আরও চার জন। তার মধ্যে দুই আধিকারিকও ছিলেন। আহতদের উদ্ধার করে উধমপুর কম্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকি‍ত্‍সাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।জঙ্গিরা আচমকা বোমা ছড়ায় কিছুটা হতচকিত হয়ে পড়ে সেনা জওয়ানরা। শেষ পর্যন্ত সম্বি‍ত্‍ ফিরে পেয়ে অভিযান আরও জোরদার করেন। অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে সেনা জওয়ানদের গুলিযুদ্ধও চলে। সেনার এক মুখপাত্র জানিয়েছেন, এদিনের অভিযানে বেশ কয়েকজন জঙ্গিকে খতম করা হয়েছে। তবে কতজন জঙ্গিকে খতম করা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

Exit mobile version