Site icon janatar kalam

আমার কাছে ‘মন কি বাত’ ঈশ্বররূপী সাধারণ মানুষের চরণে প্রসাদের থালার মতো : প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- ১০০তম পর্বের ‘মন কি বাত’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বললেন, ‘মন কি বাত শুধু আমার কাছে কর্মসূচি নয়, আমার কাছে আস্থা, পূজা আর ব্রত। মন কি বাত আমার কাছে আধ্যাত্মিক যাত্রা হয়ে দাঁড়িয়েছে।যে দেশের কয়েক কোটি মানুষ অনাহার আর অর্ধাহারে দিন কাটান, সেই দেশে প্রধানমন্ত্রীর সাধ পূরণে ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্ব উদযাপনে কোষাগার থেকে থলি উপুড় করে কোটি-কোটি টাকা খরচ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে মোদির কথা শোনাতে কোমর কষে ঝাঁপিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা। কেন্দ্রের গোটা প্রশাসনকে তো বটেই, বিজেপি শাসিত রাজ্য সরকারের প্রশাসনকেও মাঠে নামানো হয়েছে বলে বিরোধীরা সরব হয়েছেন। যদিও সেই সমালোচনাকে পাত্তাই দেয়নি কেন্দ্রের শাসকদল।এদিন ‘মন কি বাত’ এর ১০০ পর্বে কথা বলতে গিয়ে নিজের সরকারের কাজকর্মের প্রচারের ঢাক বেশ জোরেই বাজিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে বার বার আবেগপ্রবণ হয়ে পড়েছেন মোদি। তাঁর কথায়, ‘স্বচ্ছ অভিযান থেকে স্বাধীনতার অমৃত মহ্যোত্‍সব সফলে ‘মন কি বাত’ বিশেষ ভূমিকা রেখেছে। আমার কাছে ‘মন কি বাত’ ঈশ্বররূপী সাধারণ মানুষের চরণে প্রসাদের থালার মতো। অনেকবার কথা বলতে গিয়ে আমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে দ্বিতীয়বার রেকর্ড করতে হয়েছে।

Exit mobile version