জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার দেশের রাজধানী নতুন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের খাদ্য,গণবন্টন, উপভোক্তা বিষয়ক,বাণিজ্য, শিল্প এবং বস্ত্র দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন ত্রিপুরা রাজ্যের খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। মিলিত হয়ে প্রথমে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি এবং ত্রিপুরা রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তোলে ধরেন তিনি। পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল উনার দপ্তরের তরফ থেকে নিকট ভবিষ্যতে সকল ধরণের সাহায্য-সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।