জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসকে। দিল্লিতে পার্টির সদর দফতরে প্রধানমন্ত্রী দলের কর্মকর্তাদের সামনে ভাষণ দিচ্ছেন। সেখানে তিনি কংগ্রেসকে ফের পরিবারতন্ত্রের তিরে বিদ্ধ করেছেন।বলেছেন, কংগ্রেস মানে পরিবারতন্ত্র।প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, কংগ্রেস সভাপতির পদ থেকে গান্ধীরা সরে গেলেও ওই পরিবারকে আক্রমণ চালিয়েই যাবে বিজেপি। কংগ্রেস ও গান্ধী পরিবারকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী বাদশাহী রাজনীতির কথা বলেছেন। বোঝাতে চেয়েছেন, প্রধান বিরোধী দলের সঙ্গে সাধারণ মানুষের যোগ নেই। রাজনীতিকে বাদশাহী মানসিকতা মুক্ত করার ডাক দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, সাত বছরের মাথায় বিজেপি পঞ্চাশে পা দেবে। এখন থেকেই নতুন বিজেপি গড়ে তোলার কাজ শুরু করতে হবে পার্টিকে। তাঁর বক্তব্য, বিজেপি যত বড় হচ্ছে, বিরোধীদের আক্রমণ, মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা ততই বাড়ছে। পার্টির কাজ হবে বিরোধীদের প্রতিটি সমালোচনার জবাব দেওয়া।
পরিবারবাদ নিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসকে মূল নিশানা করলেও বাকি বিরোধীদেরও ছাড়েননি। তিনি বলেন, পরিবারবাদীদের বিরুদ্ধে লড়াই চলবে।শুধু মোদী নন, বিজেপি দলগতভাবেও নতুন করে গান্ধী পরিবারকে আক্রমণ শুরু করেছে। মানহানির মামলায় রাহুল গান্ধীর সাজা এবং সাংসদ পদ খারিজে কংগ্রেস নেতৃত্বের প্রতিক্রিয়া এবং উদ্যোগ নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে অন্য কংগ্রেস নেতাদের ক্ষেত্রে দল এভাবে ঝাঁপিয়েছে কি? রাহুল গান্ধী পরিবারের সদস্য বলেই দল তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে।