জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত বর্তমানে প্রত্যেককে সাহায্য করে, কারও কাছে হাত পাতে না। বর্তমানে ভারতের ভাবমূর্তি তুলে ধরে এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর । অনুরাগ বলেন, বিশ্বের যে কোনও প্রান্তে কোনও সমস্যা হলে, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। নেপালে ভূমিকম্প হলে, সেখানকার বাসিন্দাদের সাহায্যে এগিয়ে যায় ভারত।নেপালের বিধ্বংসী ভূমিকম্পে সবার প্রথমে সামনে থেকে সাহায্য করা হয় ভারতের তরফে। তুরস্ক, সিরিয়ার ক্ষেত্রেও সেই একই পদক্ষেপ করা হবে। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ার মানুষের পাশে দাঁড়ানো হয় ভারতের তরফে। মঙ্গলবার এমনই জানান অনুরাগ ঠাকুর।