Site icon janatar kalam

উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীর বুকে গুলি ভর্তি হাসপাতালে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীর বুকে পরপর গুলি করেছে এক এ এস আই। সংকটজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে হাসপাতালে। Bওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করে গুলি। পুলিশের তরফে জানানো হয়েছে, গুলি চালিয়েছেন এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)। রবিবার সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এই কাণ্ড ঘটেছে। দু’বার গুলি করা হয়েছে মন্ত্রী নবকিশোর দাসের বুকে।গুলি লাগার পরেই গুরুতর আহত অবস্থায় কাছের হাসপাতালে ভর্তি করানো হয় নবকিশোরকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বিমানে চাপিয়ে ভুবনেশ্বরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।জানা গিয়েছে, রবিবার সকালে গান্ধী চকে একটি পাবলিক গ্রিভ্যান্স দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘যখন মন্ত্রী গাড়ি থেকে নামেন, তখন তাঁকে স্বাগত জানানোর জন্য লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে থেকেই গুলির শব্দ শোনা যায়। তার পরেই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতে দেখি।’’ প্রত্যক্ষদর্শীদের কথায়, গাড়ি থেকে নামার সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ব্রজরাজনগর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই বলেন, ‘‘অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর গোপাল দাশ গুলি করেছেন। গুরুতর জখম অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় পুলিশের উর্দিতেই ছিলেন গোপাল। তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন, এখনও জানা যায়নি। রবিবারের ওই কর্মসূচিতে কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। তাতে নজর রাখার জন্যই গোপালকে নিয়োগ করা হয়েছিল। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মন্ত্রীকে গুলি চালানোর পর প্রতিবাদে গান্ধী চকে ধর্নায় বসেছেন বিজেডি নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।

Exit mobile version