janatar kalam Home দেশ পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনল ৩৮ লাখ পড়ুয়া
দেশ

পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনল ৩৮ লাখ পড়ুয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনল ৩৮ লাখ পড়ুয়া। গতবারের থেকে ১৫ লাখ বেশি, জানিয়েছেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কী বললেন প্রধানমন্ত্রী? সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী আজ তিনটি বিষয়ের উপর জোর দিয়েছেন।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেছেন, সন্তানের উপর প্রত্যাশার বিপুল বোঝা চাপিয়ে দেবেন না। ওরা কতটা দিতে পারে, সেটা বিবেচনায় রেখে প্রত্যাশা করুন।

পড়ুয়াদের বলেছেন, যত চাপই আসুক না কেন, তোমরা নিজেরা যতটা পূরণ করতে পারবে, ততটাই করার চেষ্টা করবে নিখুঁতভাবে।

এছাড়া প্রধানমন্ত্রী পড়ুয়াদের বলেছেন, কখনই পরীক্ষায় অসত্‍ উপায় অবলম্বন করবে না। তাতে এক-দু’বার উতরে যেতে পারো। কিন্তু ভবিষ্যতে কোথাও না কোথাও আটকে যাবে। তাই সর্বদা সঠিক ও সত্‍ পথে চলার চেষ্টা করবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিতে এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়াদেরও যুক্ত হতে বলা হয়েছিল। ন্যাশনাল মেডিক্যাল কমিশন মেডিক্যাল কলেজগুলিতে চিঠি দিয়ে বলেছিল ছাত্রছাত্রীরা যাতে ক্যাম্পাসে বসে টিভিতে প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারে তার ব্যবস্থা করতে।

Exit mobile version