জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের দীর্ঘতম গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসী থেকে বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কী কী সুবিধা মিলবে এই বিলাসবহুল প্রমোদতরীতে? ভারতেই তৈরি এই প্রমোদতরী নদীপথে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে মাত্র ৫১ দিনে। পাঁচ তারা বিলাস বহুল ক্রুজে ৩৬ জন পর্যটক চাপতে পারবেন। সেইসঙ্গে ১৮টি স্যুট রয়েছে। এ ছাড়াও এই ক্রুজে ৪০ জন ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। আধুনিক জাহাজটির দৈর্ঘ্য ৬২ মিটার এবং প্রস্থ ১২ মিটার। নদীতে ১.৪ মিটার জল থাকলে স্বচ্ছন্দে এই ভেসেল যেতে পারবে। ২৭টি নদী পেরিয়ে বিলাসবহুল গঙ্গা বিলাস ক্রুজ ছুঁয়ে যাবে একাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বারাণসী থেকে যাত্রা শুরু করে গঙ্গার উপর দিয়ে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে আসবে। তার পর তা বাংলাদেশের মধ্যে দিয়ে পৌঁছবে অসমের গুয়াহাটিতে। শুক্রবার ৩২ জন সুইজারল্যান্ডের পর্যটককে নিয়ে যাত্রা শুরু করেছে গঙ্গা বিলাস। এমভি গঙ্গা বিলাস নামের এই প্রমোদতরী বারাণসী থেকে বাংলাদেশ হয়ে গুয়াহাটি পৌঁছনোর পথে ৫০টি ধর্মীয়-সহ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র দেখার সুযোগ পাবেন এতে থাকা যাত্রীরা। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জাতীয় উদ্যান, নদী ঘাট, এ ছাড়াও পাটনা, কলকাতা, ঢাকা এবং গুয়াহাটির মতো বড় শহর। সারনাথ, সুন্দরবন, মাজুলি দ্বীপ, কাজিরাঙা জাতীয় উদ্যান ছুঁয়ে যাবে গঙ্গা বিলাস।