জনতার কলম ওয়েবডেস্ক :- রাজস্থানের গণ্ডি পেরিয়ে এবার হরিয়ানায় প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা। বুধবার সকালে হরিয়ানার নূহ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। এদিন সকালে ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার আগে হরিয়ানা-রাজস্থান সীমানায় একটি জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী।সেখানে তিনি বলেছেন, এখন লড়াই মূলত দু’টি মতাদর্শের মধ্যে।
রাহুল গান্ধী বলেছেন, “আজকাল কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গে জনসাধারণের মধ্যে ব্যবধান রয়েছে। নেতারা মনে করেন জনসাধারণের কথা শোনার দরকার নেই এবং ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেন। আমরা এই যাত্রার মাধ্যমে তা দূর করার চেষ্টা করছি।” রাজস্থান থেকে হরিয়ানায় ভারত জোড়ো যাত্রা প্রবেশের সময় উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা, দীপেন্দর সিং হুডা-সহ হরিয়ানা কংগ্রেসের অনেক নেতা।