Site icon janatar kalam

আসন এক, দাবিদার অনেক,মুখ্যমন্ত্রী হবেন কে?

হিমাচলে কংগ্রেসের জয়ের পর থেকে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কে হবেন। আর সেই সিদ্ধান্ত নিতেই আজ শিমলায় বৈঠকে বসছে কংগ্রেস নেতৃত্ব। কথায় বলে, হিমাচলে সরকার বদলায় এক দফার পর। পাঁচ বছর বিজেপি রাজের পর, এবার হিমাচলের মসনদে কংগ্রেসের রাজ।৬৮ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪০ টি আসন। এবার প্রশ্ন, মুখ্যমন্ত্রী হবেন কে?

সিদ্ধান্ত গ্রহণের কারণেই, শুক্রবার বৈঠকে বসছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী কে হবে, আজ কংগ্রেসের হাই কম্যান্ড সেই সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে ইতিমধ্যে উঠে এসেছে চারজনের নাম। প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং, তাঁর ছেলে বিক্রমাদিত্য, প্রাক্তন প্রদেশ সভাপতি সুখবিন্দর সিং এবং মুকেশ অগ্নিহোত্রী। বিকেল ৩ টায় শিমলার রেডিসন হোটেলে বসছে বৈঠক। রাজীব শুক্ল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন সিধান্ত নেবে হাইকম্যান্ড। বিজেপির বিধায়ক ভাঙানোর চেষ্টা সফল হবে না বলেও জানিয়েছেন তিনি।

Exit mobile version