জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার সকাল ৮ টা ৩২ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। কম্পন-কেন্দ্র সাগরের তলদেশে। ভূমিকম্পের এপিসেন্টার ছিল কাকদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দূরে, কক্সবাজার থেকে ৩৪১ কিলোমিটার দূরে। যদিও স্বস্তির খবর, স্থলভাগের উপর এই ভূমিকম্পের কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। এই তীব্রতার ভূমিকম্পে সুনামির কোনও আশঙ্কাও নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।