জনতার কলম ওয়েবডেস্ক :- ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন ORS-এর জনক দিলীপ মহলানবিশ ৷ সারা বিশ্বের কাছে ORS একটি অতি প্রয়োজনীয় মিশ্রণ ৷ ডায়েরিয়া বা অন্যান্য যেকোনও পেটের রোগে, শরীরের জলের পরিমাণ সঠিক রাখতে ORS-এর গুরুত্ব অপরিসীম ৷ তাই সারা বিশ্বের কাছে এই তরলের জনপ্রিয়তা অনেক ৷ কিন্তু এই বিশেষ তরলের সৃষ্টিকর্তা হয়তো অনেকের কাছেই অপরিচিত ৷ এই বিশেষ মিশ্রণটির সৃষ্টি করেন বিশিষ্ট চিকিৎসক দিলীপ মহলানবিশ ৷ মূলত বার্ধক্য জনিত কারণেই তিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ শনিবার রাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিকিৎসক ৷ বিংশ শতাব্দিতে ORS হল একটি অতি গুরুত্বপূর্ণ আবিস্কার ৷ ৭০এর দশকে কলেরার সময় ORS বহু মানুষেরই প্রাণ বাঁচায় ৷ ৭১-এর যুদ্ধের সময় বাংলাদেশে কলেরা থাবা বসিয়েছিল ৷ সেই সময়তেই নুন ও চিনির মিশ্রণ দিয়ে ORS- তৈরি করেন এই বিশিষ্ট ডাক্তার দিলীপ মহলানবিশ ৷ চিনি ও নুন দিয়ে তৈরি করা এই তরল, করেলা রোগীদের উপর প্রয়োগ করেন তিনি ৷ রোগীদের উপর মহাষৌধের মত কাজ করেছিল এই বিশেষ মিশ্রণ ৷ ১৯৭১ সালে তিনি বনগাঁর বিভিন্ন ল্যাব, ওয়ার্কশপ এবং ফিল্ড ট্রায়ালগুলিতে দিন কাটাতেন ৷ বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের ORS এক কার্যকারিতা সম্পর্কে বোঝতে বছরের পর বছর অতিবাহীত করতে হয়েছিল তাঁকে ৷ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার গৃহহীন মানুষ ভারতীয় সীমান্তের বিভিন্ন শরণার্থী শিবিরে স্থানান্তরিত হয়।সেই সময়ে বহু শরনার্থী কলেরায় আক্রান্ত ছিল। বিশেষ করে ডায়রিয়া ও কলেরায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছিল । এই সমস্ত শরনার্থীকে ORS দেওয়ার পর অবিশ্বাস্য ফল পাওয়া যায় ৷ পরে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১০৫ টি দেশে প্রকল্পটি গ্রহণ করে এবং বিশ্বব্যাপী ORS-এর ব্যবহারকে স্বীকৃতি দেয়। পরবর্তীতে, এটি জাতিসংঘ দ্বারা শতাধিক শরণার্থী শিবিরে ব্যবহৃত হয়।এই উদ্যোগটি সফলভাবে ডায়রিয়ায় মোট মৃত্যু কমাতে সক্ষম হয়েছিল ৷ শরীর সুস্থ রাখতে বহু মানুষের বাড়িতেই এক প্যাকেট ORS সব সময়তেই মজুত থাকে ৷ এর সৃষ্টি কর্তাকে ডঃ দিলীপ মহালনবীশকে বেশিরভাগ মানুষই ডাক্তারবাবু নামেই জানতেন ৷ বাংলাদেশের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ থেকে অবসর নেওয়ার পর কলকাতার সল্টলেকের একটি ফ্ল্যাটে বসবাস করতেন এই বিশিষ্ট ডাক্তার ৷ শনিবার রাতে বাইপাসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিকিৎসক ৷