জনতার কলম ওয়েবডেস্ক : অগ্নিবীরদের জন্য একাধিক সুবিধার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহেই কেন্দ্রের তরফে দেশের প্রতিরক্ষার তিন বাহিনীতে নিয়োগের নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। শনিবারই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ ঘোষণা করা হয়। এছাড়া উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য প্রতিরক্ষা দফতরেও ১০ শতাংশ আসন সংরক্ষণ করা থাকবে।অগ্নিপথ প্রকল্প নিয়ে বিতর্ক শুরু হতেই প্রথমে কেন্দ্রের তরফে বয়সসীমায় ছাড়ের ঘোষণা করা হয়েছিল। অগ্নিপথ প্রকল্পের আবেদনকারীদের বয়সসীমা সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর অবধি ধার্য করা হলেও, বিগত দুই বছরে করোনা সংক্রমণের কারণে সেনাবাহিনীতে নিয়োগ বন্ধ থাকায়, চলতি বছরের জন্য অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমায় দুই বছরের ছাড় ঘোষণা করা হয়েছে। অর্থাৎ চলতি বছরে অগ্নিপথ প্রকল্পে ২৩ বছর বয়সীরাও আবেদন করতে পারবে।গতকালই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়, অগ্নিপথ প্রকল্পের অধীনে চার বছরের চুক্তিভিত্তিক পরিষেবার মেয়াদ শেষ হওয়ার পর অসম রাইফেলস ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী তে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।অসম রাইফেলস ও সিএপিএফে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের ৩ বছর অবধি বয়সসীমাতেও ছাড় দেওয়া হবে। প্রথম ব্যাচ, অর্থাৎ চলতি বছরে যাদের নিয়োগ করা হবে, তাদের ক্ষেত্রে ৫ বছর অবধি ছাড় দেওয়া হবে।এছাড়া প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য প্রতিরক্ষা দফতরেও ১০ শতাংশ আসন সংরক্ষিত করা থাকবে।ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, অগ্নিবীরদের জন্য মার্চেন্ট নেভিতে কাজের বিশেষ সুযোগ তৈরি করা হবে। কাজ পাওয়া যাবে জাহাজ মন্ত্রকেও। তাদের মোট ৬টি বিভাগে নিয়োগ করা হবে অগ্নিবীরদের।একাধিক রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে।সাড়ে ১৭ বছর বয়স থেকে নিয়োগ শুরু হওয়ায়, অগ্নিবীরদের লেখাপড়া যাতে অসম্পূর্ণ না থেকে যায়, তার ব্য়বস্থাও করেছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ইন্সটিটিউট অব ওপেন স্কুলিং-র তরফে বিশেষ কোর্সের ব্যবস্থা করা হবে, যাতে দশম শ্রেণি পাশ করা পড়ুয়ারা সহজেই দ্বাদশ শ্রেণি পাশ করতে পারে।