Site icon janatar kalam

শ্রীলঙ্কাকে আর্থিক সাহার্য্য প্রদান করলো ভারত

জনতার কলম প্রতিনিধি:- আবারো প্রতিবেশী দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। শ্রীলঙ্কা বর্তমানে চরম আর্থিক সঙ্কটে রয়েছে। এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত সরকার। ক্রেডিট লাইনের অধীনে শ্রীলঙ্কাকে ৫.৫ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য করছে ভারত। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ৪২৯ কোটি টাকারও বেশি। জানা গিয়েছে, এই অর্থ ব্যবহার করে শ্রীলঙ্কা ইউরিয়া সার কিনবে চাষের জন্য। সম্প্রতিই শ্রীলঙ্কার তরফে জানানো হয়েছিল যে, দিন -প্রতিদিন আর্থিক সঙ্কট আরও প্রকট হয়ে উঠছে। এই কঠিন পরিস্থিতি থেকে দেশকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছে সরকার। আগামিদিনে চাষের কাজে সাহায্যের জন্য ফের রাসায়নিক সার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু দেশের অর্থ ভান্ডার ফাঁকা হয়ে যাওয়ায় ভারতের কাছেই সাহায্য চায় শ্রীলঙ্কা। প্রতিবেশী দেশের কাছ থেকে জরুরি ভিত্তিতে সাহায্য চাওয়ার পরই ভারত সরকার ক্রেডিট লাইনে শ্রীলঙ্কাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এ দিন ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে, “দুই দেশের মিলিত সিদ্ধান্তে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও জিওএসএলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে কলম্বোয়। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে, কৃষিমন্ত্রী মহিন্দা অমরাবীরা, শ্রীলঙ্কায় উপস্থিত ভারতীয় হাই কমিশনার গোপাল বাগলায় সহ ভারত ও শ্রীলঙ্কার শীর্ষ আধিকারিকেরা।” ক্রেডিট লাইনের অধীনে ভারতের এই অর্থ সাহায্যের কারণে শ্রীলঙ্কা সরকার ইউরিয়া সার কিনতে পারবে। শ্রীলঙ্কায় ধান চাষের মরশুম শুরু হয়ে গেলেও গত বছর কেন্দ্র সরকার সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কৃষিকাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার জেরে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসায়নিক সারের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার জেরে ফলন প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছিল। আর্থিক সঙ্কটের মুখে পড়ে শ্রীলঙ্কা সরকার সেই সিদ্ধান্তকেই পুনর্বিবেচনা করেছে এবং চলতি মরশুমের জন্য ইউরিয়া কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Exit mobile version