Site icon janatar kalam

তিন ঘন্টার জন্য যুদ্ধ থামিয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জনতার কলম প্রতিনিধিঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন ঘণ্টার জন্য বন্ধ করেছিলেন। ভারতীয় শিক্ষার্থীরা যাতে ইউক্রেন থেকে নিরাপদে ফিরে আসতে পারে সেইজন্য এই কাজ করেন তিনি। শুক্রবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই কথা বলেন। প্রসাদ বলেন যুদ্ধের চরম সময় বিপুল সংখ্যক ভারতীয় মেডিকেল ছাত্র ইউক্রেনে আটকে পড়েন। সেই সময় আটকে পড়া মেডিকেল শিক্ষার্থীদের উদ্ধার করা ভারত সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। পড়ুয়াদেরকে সেই দেশ থেকে বের করে আনার জন্য ইউক্রেন এবং রাশিয়ায় নিযুক্ত ভারতের হাইকমিশনারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে এই কাজের পরিকল্পনা প্রসঙ্গে কথা বলার সময় তিনি বলেন যুদ্ধবিরতি হলেই এই কাজ সম্ভব। প্রসাদ আরও বলেন, প্রধানমন্ত্রী এই কাজ করতে পেরেছেন।

Exit mobile version