জনতার কলম প্রতিনিধিঃ-কে কে বিতর্কে প্রথমবার মুখ খুললেন রূপঙ্কর।বিতর্ক, ক্ষোভ, কুৎসার ঝড়, প্রায় ৩ দিন যোগাযোগ করা যায়নি সঙ্গীতশিল্পীর সঙ্গে। অবশেষে মুখ খুললেন সঙ্গীতশিল্পী। কিন্তু ব্যক্তিগতভাবে কারও কাছে নয়, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে বসেও কারও ব্যক্তিগত কোনও প্রশ্নের উত্তর দেননি রূপঙ্কর। সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি। কেবল হাতে ধরা একটি বয়ান পড়েন রূপঙ্কর। বয়ান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান ক্লাব থেকে। তার আগেই তিনি বলে দেন, আজ তিনি ব্যক্তিগতভাবে কারও সঙ্গেই কথা বলবেন না। তাছাড়া রূপঙ্কর আরও বলেন, ‘কে কে-র প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। আমি আমার ফেসবুক লাইভের বক্তব্যে একার কথা বলতে চাইনি। বেশ কয়েকজন ট্যালেন্টের কথা বলতে চেয়েছিলাম। তবে, তাঁদের কারও অনুমতি না নিয়ে বলেছিলাম বলে দুঃখিত। গায়ক হিসেবে আমার কোনও হতাশা নেই। কিন্তু বাঙালি সঙ্গীতশিল্পীদের নিয়ে জাতিগতভাবে আমি চিন্তা করি। কে কে-র নাম তুলে আনা একটি রূপক মাত্র। কে কে জানত কে কে-র জন্য চরম পরিণতি ওৎ পেতে রয়েছে।’