Site icon janatar kalam

৮ কোটি ১৯ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন, দাবি নির্মলার

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল ফেরাতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এদিন সীতারমণ বলেন, ‘রাজ্যগুলিকে ইতিমধ্যেই ১১ হাজার কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে ৪ হাজার কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। রাজ্যগুলি টানা ৩ সপ্তাহের জন্য রিজার্ভ ব্যাঙ্কের থেকে ওভারড্রাফট করতে পারবে। রাজ্যগুলি ৮৬ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ায় ছাড় দেওয়া হয়েছে। জিডিপি-র নিরিখে ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ ঋণ নেওয়ায় ছাড়। ফলে ৪।২৮ লক্ষ কোটি টাকা রাজ্যগুলি বাজার থেকে ঋণ নিতে পারবে। তিনি আরো বলেন ‘গ্রাম ও শহরে স্বাস্থ্যক্ষেত্রে খরচ বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ এলাকায় মহামারী মোকাবিলার পরিকাঠামো বাড়ানো হচ্ছে। হাসপাতালগুলিতে সংক্রমণ রোগের চিকিসার ব্যবস্থা হবে। দেশের সব জেলায় সংক্রমণ রোগের পরীক্ষার জন্য ল্যাব তৈরি হবে। সীতারমণ বলেন, ‘শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস ইতিমধ্যেই শুরু হয়েছে। ডিটিএইচ পরিষেবার মাধ্যমে অনলাইন শিক্ষার ব্যবস্থা। ই-পাঠশালার ব্যবস্থা করা হয়েছে। ইন্টারনেটের সংযোগ নেই যাদের, তাদের জন্য স্বয়ম প্রভা ডিটিএইচ চ্যানেল চালু করা হয়েছে; এখন আরও ১২ টি চ্যানেল যুক্ত করা হবে: নির্মলা সীতারমণ। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে গেছে। এতে ৮ কোটি ১৯ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন, দাবি নির্মলার।

Exit mobile version