জনতার কলম প্রতিনিধিঃ- গতকাল পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয় গানের অনুষ্ঠানে শারীরিক অবস্থা অবনতির কারণে প্রয়াত হয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কে কে। সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাদকে সম্মান জানানোর কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন ‘কে কে-র স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আবহাওয়া ভাল থাকলে দমদম বিমানবন্দরে এসে শ্রদ্ধা জানাব।’ শ্রদ্ধা জানানো হবে গান স্যালুটে। তাছাড়া সঙ্গীতশিল্পীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘অন্তত যদি শেষ দেখা দেখা যায়, পুলিশকে দিয়ে গান স্যালুট করাব। বলা চলে সঙ্গীতশিল্পী কে কে । তাঁর মৃত্যুতে শুধু সঙ্গীতজগৎই নয়। কার্যত শোকস্তব্ধ গোটা দেশ। সোশাল মিডিয়াজুড়ে মন খারাপের বার্তা। গতকাল নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতে শীত করছিল কে কে-র। এসি বন্ধ করে দিতে হয়। হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে। হোটেলে ফিরে অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে ছবিও তোলেন কে কে। হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান। কে কে-র শেষ মুহূর্তের কথা জানিয়েছেন তাঁর ম্যানেজার রীতেশ ভাট।