জনতার কলম প্রতিনিধিঃ- আবারো সংগীতজগতের নক্ষত্র পতন চলে গেলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ উরফে কে কে। জানা যায় পশ্চিম বঙ্গের নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠানের জন্য সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি, অনুষ্ঠান চলাকালীন শারীরিক অবস্থার অবনতির ফলে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের বলে জানা গিয়েছে। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন তিনি। অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে তাঁকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন। বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে।