Site icon janatar kalam

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম

জনতার কলম প্রতিনিধিঃ-ফের বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম । এই মুহূর্তে ব্যারেল প্রতি তেলের দাম ১২২ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায়  ৯ হাজার ৪৭৫ টাকা। রুশ তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার উপর চাপ বাড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তাতেই গত দু’মাসে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চে গিয়ে ঠেকেছে। গবিশ্বের সর্বত্র তার প্রভাব পড়বে বলে আশঙ্কার করা হচ্ছে। ফলে ভারতেও তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে আমদানি করা ৭৫ শতাংশ তেলে কোপ পড়তে চলেছে। তবে সম্প্রতি বিপুল ছাড়ে রাশিয়ার থেকে তেল কেনার চুক্তি স্বাক্ষর করে ভারত। তার পর থেকে এপ্রিল মাসে রাসিয়া থেকে আমদানি করা অপরিশোধিত তেলের আমদানি ৪৮ লক্ষ ব্য়ারেল ছাড়িয়ে যায়। ২০২১ এবং ২০২২-এর শুরুতে যেখানে রাশিয়া থেকে আমদানি করা তেলের পরিমাণ ১ শতাংশ ছিল, সেখানে তা বেড়ে ৫ শতাংশ হয়েছে বলে জানা যায়।

Exit mobile version