Site icon janatar kalam

পরিস্থিতি জটিল অসমের, বন্যার ফলে ক্ষতিগ্রস্থ ৭ লক্ষাধিক নাগরিকের

জনতার কলম প্রতিনিধিঃ- অবস্থা ভয়াবহ অসমের। ক্রমশ জটিল হচ্ছে বন্যা পরিস্থিতি। অসমের একের পর এক জেলা বন্যার কবলে। রাজ্যের ৩১টি জেলা মিলিয়ে সাত লক্ষের বেশি নাগরিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে অসম সরকার। কাছাড়, হোজাই, দারাং. মোরিগাঁও, নওগাঁ, করিমগঞ্জের পরিস্থিতি অত্যন্ত জটিল বলে অসম প্রশাসন সূত্রে খবর। এগুলির মধ্যে নওগাঁ ও কাছাড় জেলা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। বন্যা ও ধসের কারণে অসমে এখনও পর্যন্ত ১৮ জন মারা গিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, নব্বই হাজার হেক্টরেরও বেশি পরিমাণ জমির ফসল এখন জলের তলায় রয়েছে। হাজার দুয়েকের বেশি বাড়ি এখনও জলের তলায়। বিপুল পরিমাণ এলাকার বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। প্রায় তিনশোটি ত্রাণ শিবির করা হয়েছে। সেখানে রাখা হয়েছে তাঁদের। জমি-ফসল ছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল সংখ্যক গবাদি পশুরও। ভারতীয় সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। শনিবার পর্যন্ত অন্তত ২৫ হাজার জনকে উদ্ধার করা হয়েছে। টানা অনেকদিন ধরে বৃষ্টির কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। উপচে পড়েছে ব্রক্ষ্মপুত্র নদ ও অসমের অন্যান্য নদী।

Exit mobile version