জনতার কলম প্রতিনিধিঃ- শুক্রবার রাজস্থানের উদয়পুরে জাতীয় কংগ্রেসের ৩ দিনব্যাপী চিন্তন শিবিরের উদ্বোধন করেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী । ১৩ থেকে ১৫ মে টানা চলবে এই শিবির । ৪০০ জনের বেশি কংগ্রেস নেতা – কর্মী এই চিন্তন শিবিরে অংশ নিয়েছেন। সাম্প্ৰতিক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছে সোনিয়া – রাহুল গান্ধীদের। এমনকী হাতে থাকা পাঞ্জাবে আম আদমি পার্টির কাছে পরাজিত হতে হয়েছে । এছাড়া ২০২৪ – এর প্রস্তুতি শুরু করতে গেলে এটাই শ্রেষ্ঠ সময় । এই পরিস্থিতিতে দীর্ঘদিন পর কংগ্রেসের এই চিন্তন শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই চিন্তন শিবির থেকে কংগ্রেস যে দলের আত্মসমীক্ষা এবং সংশোধনের পথে হাঁটবে , সোনিয়া গান্ধীর বক্তব্য থেকেই তা স্পষ্ট । এদিন সোনিয়া বলেন , ‘ সময়ের দাবি মেনে দলের সাংগঠনিক কাঠামোতে বদল আনতে হবে। আমাদের এখন নতুনভাবে কাজ করতে হবে । ‘ এদিন সাংবাদিক বৈঠকে দলের সাংগঠনিক কাঠামোতে আগামী বদলগুলির ইঙ্গিতও দেন কংগ্রেস নেতৃত্ব ।