জনতার কলম প্রতিনিধি: ইউনেস্কোর স্বীকৃতি পেল ‘দুর্গাপুজো। এটা শুধু বাংলা নয়, দেশের গর্ব’। ভিক্টোরিয়ায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।UNESCO-র কালচারাল হেরিটেজের তালিকায় বাঙালির শারদোৎসব। গত বছরের ডিসেম্বরে প্যারিসে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয় ‘কলকাতার দুর্গাপুজো’-কে। কৃতিত্ব কার? রাজ্যে পুরভোটের প্রচারে যখন ‘ইউনেস্কো স্বীকৃতি’কে হাতিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী, তখন টুইট করেছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডিও। টুইটে লিখেছিলেন, ‘টানা ২ বছর ধরে সংস্কৃতি মন্ত্রকের পরিশ্রমের ফলেই দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। শুধুমাত্র বাংলার জন্য গর্বের মুহূর্ত নয়, দেশবাসী ও বিশ্বের হিন্দু সমাজ গর্বিত’। ২ সফরে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন অনুষ্ঠান করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সেই অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘নানা মতের মিলন আমাদের সংস্কৃতি। বিবিধতাই আমাদের শক্তি। আমাদের সংস্কৃতি চিরন্তন। কুম্ভমেলা, যোগাকে আগেই সংস্কৃতি দিয়েছিল ইউনেস্কো। এবার দুর্গাপুজোও স্বীকৃতি পেয়ে গেল। গোটা বিশ্ব আমাদের সংস্কৃতি কদর করে’। শুধু তাই নয়, স্বাধীনতা আন্দোলনেও বাংলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।