জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজনৈতিক কৌশলবিদ এবং বিশ্লেষক প্রশান্ত কিশোর দিল্লিতে কংগ্রেস সদর দফতরে যাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন তবে কি কংগ্রেসের ভাগ্য ফেরাতে পিকে-এর ওপরেই ভরসা রাখতে চলেছে হাত শিবির? যদিও বিজেপি কিংবা তৃণমূল, দুই বিরোধী দল সূত্রেই খবর ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সোনিয়া শিবিরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবেন না পিকে৷। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, “প্রশান্ত কিশোর একজন রাজনৈতিক কৌশলবিদ এবং বিশ্লেষক। তিনি কখনও তৃণমূলে যোগদান করেননি। তিনি কোনও তৃণমূল নেতা নন। তাই তিনি যেকোনও রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারেন। আমরা জানি কংগ্রেসের ব্যর্থতার ইতিহাস রয়েছে। কংগ্রেস যদি নিজেকে পুনরুজ্জীবিত করতে চায় তবে তা করতে পারে। চেষ্টা করুক। আমাদের মূল লক্ষ্য বিজেপিকে হারানো।” বলা চলে ১০ জনপথের অন্দরে যাওয়া আসা বাড়ছে প্রশান্ত কিশোরের। তীব্র হচ্ছে কংগ্রেসে যোগদানের জল্পনা। পর্যবেক্ষকদের একাংশ মনে করছে ভোটকুশলি পিকের কংগ্রেসে যোগদান কার্যত সময়ের অপেক্ষা। এখন চলছে শেষ মুহুর্তের কাটাছেঁড়া। যদিও সূত্রের খবর প্রশান্তকে নিয়ে দলেরই একাংশের রয়েছে সংশয়।