জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিগত কিছুদিন পূর্বে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ উঠেছিল। কিন্তু একনায়কতন্ত্র তথা স্বৈরশাসনের কথা বলতে গিয়ে এ বার ভারতের উল্লেখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন । ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তের ব্যাখ্যাও দিলেন তিনি। শুক্রবার সিয়াটলে ত্রাণ সংগ্রহের একটি অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানেই বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি। বাইডেন জানান, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ মহড়া চালাতে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের চতুর্দেশীয় জোট গড়া হয়েছে। তা নিয়ে আপত্তি তুলেছিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং। চিনের উদ্বেগ বাড়াতেই আমেরিকা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু সকলকে একজোট করতে, পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতেই এমন পদক্ষেপ বলে তাঁকে সাফ জানিয়ে দেন তিনি।