Site icon janatar kalam

ভারতের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

জনতার কলম প্রতিনিধিঃ-
দুদিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।  বিজ্ঞান, শক্তি এবং প্রতিরক্ষা নিয়ে কথা হয়েছে। তাছাড়া কথা হয়েছে কূটনীতি এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়েও। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এলাকায় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। তাছাড়া ভারতকে ফার্মাসি অফ ওয়ার্ল্ড বলেও সম্বোধন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কেননা ভারতে তৈরী টিকা গ্রহন করেছেন তিনি, এবং তিনি, ‘ভারতে তৈরি কোভিড ভ্যাকসিন নিয়েছি আমি। আমার হাতে ভারতীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। ধন্য়বাদ ভারত।’ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে নিয়ে এভাবেই ভারতে তৈরি কোভিড ভ্যাকসিনের সুখ্যাতি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Exit mobile version