জনতার কলম প্রতিনিধি:- সামনেই বিয়ের মরশুম , এই মরশুমে মিলিত হবেন অনেকেই , শুরু হবে জীবনের দ্বিতীয় অধ্যায়। আর বিয়ের মরশুম মানে তো সোনার অলংকারের ধুম। এবার এই মরশুমে আরো বেশি ধুম মাচাবে সোনা প্রেমীরা। কেননা বিয়ের মরসুমের আগে সোনার দামের পতন অব্যাহত রয়েছে। বুধবার সমস্ত প্রধান শহরগুলিতে সোনার দাম প্রতি ১০০ গ্রামে ২,০০০ টাকা কমেছে। ভারতে আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা কমেছে।এর ফলে সোনার দাম ৪৭,৯৫০ টাকা থেকে কমে হয়েছে ৪৭,৭৫০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ২১০ টাকা কমে ৫২,১০০ টাকা হয়েছে। সোনার দামের পতন বিনিয়োগকারিদের স্বস্তি দিয়েছে।