লকডাউনে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। তবে এই ফেরানোর জন্য অভিবাসী শ্রমিকদের ট্রেন ভাড়া মাফ করেনি সরকার। কেন্দ্রের এই নীতিকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী. তিনি বলেন, ট্রাম্পের গুজরাট সফরের সময় ১০০ কোটি টাকা খরচ করেছে মোদী সরকার। এছাড়া রেলের তরফে ১৫১ কোটি টাকা করোনা মোকাবিলায় দান করা হয়েছে। এরপরেও নিঃস্ব শ্রমিকদের ঘরে ফেড়াতে ট্রেন ভাড়া রেখেছে সরকার। কেন্দ্র সরকারের এরূপ ভূমিকাকে ‘বিরক্তিকর’ বলেও অভিহিত করেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিক তাঁদের বাড়ি ফিরতে চাইছে , কিন্তু টাকা না থাকায় আটকে পড়েছে তাঁরা। তারই পরিপ্রেক্ষিতে শ্রমিকদের ঘরে ফেরার যাবতীয় রেল ভাড়া বহন করবে কংগ্রেস।
Leave a Comment