জনতার কলম প্রতিনিধি :- রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট তলব করলেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন ধনকড়। রাজ্যে আইনের সংস্কৃতি নেই বলে অভিযোগ তুলেছেন তিনি। তাছাড়া রামপুরহাটের ঘটনায় নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল নেতার খুনের বদলা নিতে পরের পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। তা অস্বীকার যেমন করেছে, তেমনই দলের নেতা ভাদু শেখের মৃত্যুর জন্য বিজেপি-কে দায়ী করেছে জোড়াফুল শিবির। এমন পরিস্থিতিতে মঙ্গলবার টুইটারে রামপুরহাট নিয়ে মন্তব্য করেন ধনকড়। তিনি লেখেন, ‘বীরভূমের রামপুরহাটে ভয়ঙ্কর ধরনের হিংসা, অগ্নিসংযোগ, ব্যাভিচারে প্রমাণিত যে, এই রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি চলছে, আইনের শাসন নেই। ইতিমধ্যেই আট জনের প্রাণ গিয়েছে। মুখ্যসচিবের কাছ থেকে জরুরি ভিত্তিতে তথ্য চেয়েছি। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা।’