Site icon janatar kalam

মনিপুর নির্বাচনী প্রচারে অমিত শা

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- বুধবার মনিপুর বিধানসভা নির্বাচনী প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, এর আগে মনিপুরের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এরা সকলেই উত্তর-পূর্ব রাজ্যগুলিকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাধারা ব্যাক্ত করেছেন। আজ তথা বুধবার মনিপুরের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা বলেন উত্তর-পূর্বে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ঘন ঘন সফর এখানে উন্নয়নের জন্য তার অগ্রাধিকার দেখায়। আজ আমি বলতে গর্বিত যে এন বীরেন সিং জি মণিপুরকে বন্ধ, হিংসা ও দুর্নীতির পথ থেকে অগ্রগতি, শান্তি, উন্নয়ন এবং সংযোগের দিকে নিয়ে যেতে কাজ করেছেন। তাছাড়া কংগ্রেস শাসনামলে মণিপুর সহিংসতা, অনুপ্রবেশ, বন্ধ, মাদক, অস্ত্র চোরাচালান এবং দুর্নীতির জন্য পরিচিত ছিল। আজ শ্রী নরেন্দ্র মোদী জি এবং এন বীরেন সিং জির নেতৃত্বে বিজেপি সরকারের অধীনে মণিপুর উন্নয়ন, সংযোগ, অবকাঠামো, ক্রীড়া এবং স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত। আগামী ৫ বছরে মণিপুরের একটি কুকি যুবকের হাতে অস্ত্র থাকবে না।আমরা আসামেও এটা করেছি, আজ কোনো বোডো যুবকের কাছে অস্ত্র নেই কিন্তু ল্যাপটপ, বাইক, গাড়ি এবং শিল্পের চাবি নেই। 9,500 এরও বেশি যুবক অস্ত্র ছেড়ে উত্তর-পূর্বে মূল স্রোতে যোগ দিয়েছে। তাছাড়া এদিন তিনি আরও বলেন আমরা মণিপুরকে দেশের বৃহত্তম ক্রীড়া কেন্দ্রে পরিণত করব মোদীজির লক্ষ্য এখানকার যুবকদের মাদক ও অস্ত্রমুক্ত করা এবং অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ী করা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মণিপুরের 16টি জেলায় খেলো ইন্ডিয়া সেন্টার স্থাপন করে আমরা এখানকার প্রতিভাদের একটি জাতীয় প্ল্যাটফর্ম দেব।

Exit mobile version