জনতার কলম প্রতিনিধি :- তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। জানা যায় উৎসবের নাম করে যোধপুর পার্কের ক্যাফেতে তোলাবাজি চালিয়ে আসছিল ওই নেতা , তা নিয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। তাঁর দাবি, আগে মস্তানরা তোলাবাজি করত। এখন শাসকদলের নেতারা করছেন। রাজ্যে দুর্বৃত্তদের হাতে সরকার চলে গিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। শুক্রবার নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যোধপুর পার্কের ঘটনায় মুখ খোলেন তিনি। সরাসরি কারও নাম না করলেও দিলীপ বলেন, “আগে মস্তানরা তোলাবাজি করত। এখন নেতরা করেন। কাউন্সিলরের নাম করে তোলাবাজি চলছে। এক জন মহিলা দুর্দিনের বাজারে দোকান চালাচ্ছেন। তাঁর যোধপুর পার্কের ঘটনায় তৃণমূলের তরফে জানানো হয়েছে যে, আইন আইনের পথে চলবে। কিন্তু দিলীপের কথায়, “দলের তরফে মুখপাত্রকে কিছু একটা বলতে হয়, তাই বলার। এই প্রথম নয়।”উপর জুলুমবাজি চলছে। থানা থেকে ফেরার পথে হেনস্থা করা হচ্ছে। এই সরকার দুর্বৃত্তদের হাতে চলে গিয়েছে।”সম্প্রতি পুরসভা নির্বাচনে জোড়াফুলের কাছে ধাক্কা খেয়েছে বিজেপি। তার পর থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন। সেই নিয়ে দিলীপ বলেন, “গোড়া থেকেই শুভেন্দুকে নিশানা করা হচ্ছে। আমার সঙ্গে একাধিক বার এমন হয়েছে। সরকার একটাই রাস্তা জানে। বিরোধীদের উপর গুন্ডা লেলিয়ে দাও, কেস দিয়ে দাও, পুলিশ লেলিয়ে দাও। এখানে গণতন্ত্র নিরাপদ নয়। পুলিশ দাঁড়িয়ে মজা দেখে। বিরোধী দলনেতার ন্যূনতম সম্মান নেই। বাংলার মাথা নীচু হয়ে গিয়েছে। এই সংস্কৃতি তৃণমূলের আমদানি।”
Leave a Comment