janatar kalam Home দেশ আমেদাবাদ বিস্ফোরণ মামলার রায়দান করলো আদালত
দেশ

আমেদাবাদ বিস্ফোরণ মামলার রায়দান করলো আদালত

জনতার কলম প্রতিনিধি :- ১৩ বছরের পর শুক্রবার গুজরাতের আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় রায়দান করল বিশেষ আদালত। দোষী সাব্যস্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১১ জনের আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একসঙ্গে এত জনের মৃত্যুদণ্ড দেশে এর আগে হয়নি। রাজীব গাঁধী হত্যা মামলায় ২৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এবার একসঙ্গে ৩৮ জনের মৃত্যুদণ্ড দেওয়া হল। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এবং ইউএপিএ আইন অনুযায়ী আজ সাজা দেওয়া হল। বিশেষ আদালতের বিচারপতি এ আর প্যাটেল আরও বলেছেন, ধারাবাহিক বিস্ফোরণে যাঁদের মৃত্যু হয়েছিল,তাঁদের পরিবারের লোকজনকে এক লক্ষ টাকা করে দিতে হবে। জানা যায় ২০০৮-এর ২৬ জুলাই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আমদাবাদ। ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে ২০টি জায়গায় বিস্ফোরণ ঘটে। এই ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান ৫৬ জন। বিস্ফোরণে আহত হন ২৪০ জনের বেশি। এই ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী হরকত-উল-জিহান্দ-আল-ইসলামি। তদন্তে জানা যায়, শুধু আমদাবাদ নয়, সুরাতেও ৪০টির বেশি বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ছক বানচাল হয়ে যায়। ধরা পড়ার পর সবরমতী জেলে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর ছক কষে কয়েকজন অভিযুক্ত। যদিও সেই পরিকল্পনা ভেস্তে যায়।আমদাবাদ বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে গুজরাতের বিশেষ আদালত। বাকি ২৮ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়।

Exit mobile version