Site icon janatar kalam

চলে গেলেন বাপ্পী লাহিড়ী

জনতার কলম প্রতিনিধিঃ- সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের পর ঝরে গেল আরো এক নক্ষত্র তারা বিখ্যাত সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ী। মাত্র ৬৯ বছর বয়সে মারা গেলেন মুম্বইয়ের জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক। কয়েক মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। পরে সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় ১ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লািহড়ি। বুধবার সকালে হাসপাতালেই মারা যান তিনি।
বাপি লাহিড়ী উনার জীবনকালে মুম্বইয়ে বাঙালি শিল্পীদের একটা বড় জায়গা তৈরি করে দিয়েছিলেন। বিশেষ করে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একাধিক ছবিতে গান পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ি। ঊষা উত্থুপের সঙ্গেও একাধিক গান গেয়েছেনষ। বাপ্পি লাহিড়ি একাধিক ছবিতে সঙ্গীত পরিচালনাও করেছেন। এমনকী গানও লিখতেন তিনি। মাত্র ৩ বছর বয়সে তবলায় হাতে খড়ি তাঁর। ১৯ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে। বলিউডে গানের ধারায় এক নতুন বদল এনেছিলেন বাপ্পি লাহিড়ি। অনেক নতুন শিল্পীকে তিনি সুযোগ করে দিয়েছিলেন। বাপ্পি লাহিড়ির প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন বিখ্যাত গায়িকা ঊষা উত্থুপ। বাপ্পি লাহিড়ীর প্রয়ানের খবরে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

Exit mobile version