করোনার লকডাউনের প্রভাবে এখনো বেসামাল দেশের অর্থনীতি। তাই সুযোগ বুঝে, ২০২১ সালের শেষে বৈধতা কমিয়ে প্রতিটি রিচার্জ মূল্য দ্বিগুণ করে দেয় টেলি মাফিয়া গুলি। পরিস্থিতি এতটাই জটিল হয় যে মোবাইল ব্যবহার হাতের বাইরে চলে যায় আম জনতার। অবশেষে ট্রাইয়ের হস্তক্ষেপে স্বস্তি ফিরে আসে, জনগণের মধ্যে। গত বৃহস্পতিবার ট্রাইয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, নূন্যতম ত্রিশ দিনের বৈধতা যুক্ত রিচার্জ প্ল্যান রাখতেই হবে। নিয়ম ভঙ্গে সংশ্লিষ্ট সংস্থার লাইসেন্স ও বাতিল হতে পারে।