জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর হাত ধরে উদ্বোধন হল উড়িষ্যা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উৎকল দিবসের। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় অনুষ্ঠান। এতে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ছাড়াও উপস্থিত ছিলেন উড়িষ্যা সমাজ ত্রিপুরার সভাপতি বিষ্ণু চরণ পতি, সচিব প্রফেসার আর কে মহাপাত্র, মুখ্য পৃষ্ঠপোষক এস কে প্রতিহারি সহ বিশিষ্টজনেরা।
এদিন চাকাদোলা নামে একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন রাজ্যপাল। অনুষ্ঠানে শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু তুলে ধরেন উড়িষ্যার শিক্ষা, নৃত্যকলা, পরিকাঠামো,পুরীর জগন্নাথ মন্দির, কোনারকের সূর্য মন্দির, চিল্কা হ্রদের কথা। রাজ্যপাল বলেন, দেশ- বিদেশে সমাদৃত উড়িষ্যার ঐতিহ্য, সংস্কৃতি।