janatar kalam

দেশে মোদীর বিকল্প এখন পর্যন্ত কেও তৈরী হয়নি, তাই মোদীকেই চাই বার বার : সুশান্ত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব্বর্মার সমর্থনে ইতিমধ্যে ময়দান চসে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতৃত্বরা।

তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাধববাড়ি, চারঘরিয়া, বিশ্রামবাড়ী, কইয়াচাঁদ বাড়ি এলাকার বিভিন্ন বুথে জনজাতি মা বোন এবং ভাইদের সাথে আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন।

এদিনের সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য গণদেবতাদের কাছে আহ্বান রাখেন। এদিনের সভায় জনজাতি মা-বোনেদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

 

Exit mobile version