Site icon janatar kalam

দেশের সাথে রাজ্যেও পালিত বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই হাজার সালের ২৯ এপ্রিল উদযাপন শুরু হয় বিশ্ব প্রাণী চিকিৎসক দিবস। এর পর থেকে প্রতিবছর দিবসটি সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও পালিত হয়ে আসছে। তবে এপ্রিল মাসের শেষ শনিবার দিনটি পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস পালন করা হয় রাজ্যে।

এদিন আগরতলা রবীন্দ্র ভবনে হয় অনুষ্ঠান।ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের তরফে হয় অনুষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে প্রাণী চিকিৎসকরা এতে অংশ নেন।বিশ্ব প্রাণী চিকিৎসক দিবসের এবছরের ভাবনা প্রাণী চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী। এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অবসরপ্রাপ্ত অধিকর্তা ডাঃ অসীম বন্দোপাধ্যায়, দপ্তরের অধিকর্তা ডাঃ নিরজ কুমার চঞ্চল, ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি সহ বিশিষ্টজনেরা।

Exit mobile version