Site icon janatar kalam

দেশের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করেছেন : প্রতিমা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যতই নিজেদেরকে ডিজিট্যাল করা হোক না কেন বইয়ের বিকল্প কোনদিন কিছু হতে পারে না। বই অনেক বেশি মানুষকে সমৃদ্ধ করে। বই ছোট হলেও এর প্রভাব থাকবে অনেক লম্বা। নিজের সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে পুস্তক বিলি অনুষ্ঠানে একথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নিজ লোকসভা কেন্দ্রের ৭০ টি স্কুল ও ৫ টি মহাবিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বই বিলি করলেন প্রতিমা ভৌমিক।

বৃহস্পতিবার রাজধানীর প্রগতি বিদ্যাভবনে হয় বই বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পুর নিগমের কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যরা। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ২০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে রাজধানীর মহিলা মহাবিদ্যালয়, রামঠাকুর কলেজ, বিলোনিয়া, উদয়পুর, সোনামুড়া কলেজ সহ ৭০ টি বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে বই তুলে দেন।

শুধু বই নয়, বই রাখার জন্য ৭ লাখ টাকা খরচ করে ৭৫ টি আলমারিরও ব্যবস্থা করেছেন। বই পেয়ে খুশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রতিমা ভৌমিক বলেন, দেশের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করেছেনদেশের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করেছেন।২০২৭ সালের মধ্যে দেশে ১৪৫০০ পি এম শ্রী স্কুল খোলার পরিকল্পনা রয়েছে। ত্রিপুরার কয়েকটি স্কুল এর আওতায় আসছে।

Exit mobile version