janatar kalam

দেশের প্রধানমন্ত্রীর নারীদেরকে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য : রামপ্রসাদ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মহিলাদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় রাজধানীর এম বি বি ক্রিকেট স্টেডিয়ামে। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে।ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন গ্রিন ও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ব্লু এই দুটি দল খেলায় অংশগ্রহণ করে।

১০ ওভারের ম্যাচ ঘিরে দারুণ সাড়া পড়ে।প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী পাপিয়া দত্ত, সমাজসেবক সুবল ভৌমিক, টি সি এর সভাপতি তপন লোধ সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে রাম প্রসাদ পাল বলেন, ভারতের অর্ধেক হচ্ছে নারী। দেশের প্রধানমন্ত্রীর নারীদেরকে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।

 

Exit mobile version