Site icon janatar kalam

দেশের প্রথম টেসলা গাড়ি কিনলেন মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী প্রতাপ সরনাইক

জনতার কলম ওয়েবডেস্ক :- মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী প্রতাপ সরনাইক নিজেকে সৌভাগ্যবান মনে করছেন দেশের প্রথম টেসলা মডেল ওয়াই গাড়ির মালিক হতে পেরে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ভারতের প্রথম টেসলা গাড়ি কেনার সুযোগ পেয়েছি। রাজ্যের পরিবহনমন্ত্রী হিসেবে আমি চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। মহারাষ্ট্র সরকার সবসময় পরিবেশবান্ধব গাড়িকে রাস্তায় আনার চেষ্টা করে।”

মন্ত্রী জানান, আগামী ১০ বছরের মধ্যে রাজ্যে সর্বাধিক সংখ্যক ইলেকট্রিক গাড়ি রাস্তায় নামাতে রাজ্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “পরিবহন দপ্তর ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী কোম্পানিগুলিকে সবধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি যারা এ ধরনের গাড়ি ব্যবহার করছেন, তাঁদেরও নানা সুবিধা দেওয়া হচ্ছে।”

প্রতাপ সরনাইক আরও জানিয়েছেন, তিনি এই টেসলা গাড়িটি তাঁর নাতির জন্য কিনেছেন জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে। তাঁর বক্তব্য, “যদি সামর্থ্যবান অভিভাবকেরা তাঁদের সন্তানদের এই ধরনের পরিবেশবান্ধব গাড়িতে স্কুলে পৌঁছে দেন, তবে শিশুদের মধ্যেও এ নিয়ে আলোচনা হবে। এর ফলে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়বে এবং মানুষ আরও বেশি করে পরিবেশবান্ধব গাড়ি কিনতে উৎসাহিত হবেন।”

Exit mobile version