Site icon janatar kalam

দেশের এক লক্ষ আদিবাসী গ্রামে ২০ লক্ষ প্রশিক্ষিত নেতা তৈরির লক্ষ্য — কেন্দ্রের ‘আদি কর্মযোদ্ধা অভিযান’

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের এক লক্ষ আদিবাসী গ্রামে উন্নয়নের রূপকার হিসেবে ২০ লক্ষ প্রশিক্ষিত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কেন্দ্রের ‘আদি কর্মযোদ্ধা অভিযান’। আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত “আদি কর্মযোদ্ধা অভিযান”-এর জাতীয় সম্মেলনে এই কথা জানান কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম।

মন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলোতে স্থানীয় নেতৃত্ব তৈরি হবে, যারা শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি, জীবিকা এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী দুর্গা দাস উইকে জানান, ‘Tribal Village Vision 2030 Action Plan’ বা “আদিবাসী গ্রাম দৃষ্টি ২০৩০ কর্মপরিকল্পনা” প্রায় ৫০ হাজার গ্রামভিত্তিক অ্যাকশন প্ল্যানের ভিত্তিতে গঠিত হয়েছে। এই কর্মপরিকল্পনায় সংযুক্ত হয়েছে সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প যেমন PM-JANMAN এবং ধর্তি আবা অভিযান ২.০।

সরকারের লক্ষ্য — এইসব উদ্যোগের মাধ্যমে দেশের আদিবাসী গ্রামগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে টেকসই পরিবর্তন আনা।

Exit mobile version