Site icon janatar kalam

দেশকে লুটে পুটে নিয়ে গিয়ে দেশের সর্বনাশ করছে বিজেপি : প্রবীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের অর্থনীতির হাল বেহাল। দেশের সাধারণ, দরিদ্র, মধ্যবিত্ত অংশের মানুষ ঋণের জালে জড়িয়ে গেছে। জীবন ধারনের জন্য মানুষ ঋণ নিয়ে এর জালে জড়িয়ে যাচ্ছেন। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। উপা সরকারের সময়ের চেয়ে মোদী জমানায় বেড়ে গেছে জ্বালানির মূল্য।

শনিবার সাংবাদিক সম্মেলনে এসব তুলে ধরে বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় সাংবাদিক সম্মেলন। মুখপাত্র এদিন অভিযোগ করেন, ১০ বছর ধরে দেশে চলছে প্রতারকের সরকার। এই সরকার প্রতারণা করে চলছে মানুষের সঙ্গে। সমস্ত ঠকবাজ একসঙ্গে মিলিত হয়েছে। দেশকে লুটে পুটে নিয়ে গিয়ে দেশের সর্বনাশ করছে।

প্রবীর চক্রবর্তী বলেন, জিনিসের দাম বেড়ে গেলেও মানুষের আয় বাড়েনি। বরং অনেক কমে গেছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনী বন্ডের নামে নরেন্দ্র মোদী ইডি, সিবি আই, ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে বিজেপির তহবিলে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। মুখপাত্র এদিন বলেন, লুটেরা, জনগণের দুশমন এই সরকার মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য নানা পন্থা অবলম্বন করছে।

 

 

Exit mobile version