জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টি কাজের নিরিখে লোকসভা ও বিধানসভার রামনগরের উপভোটে মানুষের সমর্থন চাইছে।অনেক দল আছে কাজ না করে নির্বাচনের সময় পরিযায়ীর মতো আসে। কিন্তু বিজেপি ৩৬৫ দিন কাজ করে। প্রধানমন্ত্রী সমাজের সব অংশের মানুষের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রী দেশকে শক্তিশালী করার চিন্তা করেন।
কেন্দ্রের সরকারের ১০ বছর ও রাজ্যের বিজেপি সরকারের ৬ বছরে কি কি কাজ করা হয়েছে তা নিয়েও মানুষের কাছে যাওয়া হচ্ছে। মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস- উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দেশকে বাঁচাতে হলে মোদীজি ছাড়া হবে না। দেশকে বাঁচাতে হলে নরেন্দ্র মোদীকে শক্তিশালী করতে হবে। দুই প্রার্থীর সমর্থনে পদযাত্রায় অংশ নিয়ে শনিবার এই কথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আসন্ন লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী ও রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থীর সমর্থনে প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী সহ অন্য কার্যকর্তারা। শনিবার রাজধানীতে হয় সুসজ্জিত বিশাল পদযাত্রা। এদিন কর্নেল চৌমুহনী থেকে বের হয় পদযাত্রা। এতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর উপভোটের প্রার্থী দীপক মজুমদার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, প্রদেশ বিজেপির সহ- সভাপতি পাপিয়া দত্ত, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা।
কর্নেল চৌমুহনী থেকে পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে শঙ্কর চৌমুহনীতে শেষ হয়। এদিন পদযাত্রা এলাকায় ব্যাপক্ল সাড়া ফেলেছে। ভোটারদের কাছে আবেদন জানানো হয় বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার।
Leave feedback about this