জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ১২ই আগষ্ট কাঁঠালিয়া ব্লক এলাকায় বিরোধী সিপিআইএমের দুষ্কৃতিকারীদের আক্রমনে নিহত হন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা ৺আশিষ পাল।আজ তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে, তাই সোনামুড়াস্থিত উনার বাসভবনে উনার শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি পরিবার পরিজনদের সমবেদনা জানান ও প্রয়াত আশিস পালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এদিন তিনি বলেন যদিও কোনো মৃত্যুর মূল্য কোনো দিন অর্থরাশি হতে পারে না তবুও তাঁদের সাহায্যার্থে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ২ লক্ষ টাকা সামান্য অর্থরাশি পরিবারের হাতে তুলে দেওয়া হল বলে।