Site icon janatar kalam

দুর্ঘটনায় নিহত অভিরূপের পরিবারকে সমবেদনা জানালেন প্রতিমা ভৌমিক

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- মহা অষ্টমীর রাতে নেতাজি পাড়া, ধর্মনগরের শিবনাথ লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ বছর বয়সী অভিরূপ দেবনাথের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। রবিবার সকালেই তিনি অভিরূপের বাড়িতে উপস্থিত হয়ে নিহত শিশুর পিতা-মাতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার রাতে অভিরূপ ও তাঁর পিতা দুর্গাপূজা উদযাপনে বের হয়েছিল। হঠাৎ একটি অসাবধান চালকের গাড়ি তাঁদের ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় শিশুটি আসামে সিলচরের একটি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসার পরও তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। তাঁর পিতা বর্তমানে নিরাপদে আছেন।

ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক সৌভিক দেবকে আটক করে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। কাছের একটি বিবাহ অনুষ্ঠানের হলের সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভৌমিকের সঙ্গে প্রাক্তন জুবরাজনগর বিধায়ক মালিনা দেবনাথ, প্রাক্তন ত্রিপুরা মহিলা কমিশন চেয়ারম্যান বর্ণালী গোস্বামী এবং স্থানীয় কয়েকজন বাসিন্দাও উপস্থিত ছিলেন। ছোট্ট অভিরূপের আকস্মিক মৃত্যুর খবরটি পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।

Exit mobile version