Site icon janatar kalam

দুধ- ডিম উৎপাদনে রাজ্য এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে : সুধাশু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুধ- ডিম উৎপাদনে রাজ্য এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। ফলে ডিমের ঘাটতি পূরণে বহিঃরাজ্যের উপরে নির্ভর করতে হচ্ছে। তবে মাংস উৎপাদনে ত্রিপুরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। শনিবার একথা জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। লোকসভা নির্বাচনের জন্য নিজের হাতে থাকা বিভিন্ন দপ্তরের পর্যালোচনা বৈঠক করতে পারেন নি মন্ত্রী সুধাংশু দাস।

তাই এখন ধাপে ধাপে এসব দপ্তরের পর্যালোচনা সভা করছেন। শনিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা সভা হয়। দপ্তরের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক পর্যালোচনার বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের বৈঠকে আলোচনার বিষয় নিয়ে মন্ত্রী জানান ২০২৩-২৪ অর্থবছরে দুধ, মাংস এবং ডিমের চাহিদা কতটা পূরণ করা সম্ভব হয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরের চাহিদা অনুযায়ী নেওয়া পরিকল্পনা কতটা বাস্তবায়ন হচ্ছে সেই বিষয় গুলি নিয়ে আলোচনা হয়। এছাড়াও এদিনের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Exit mobile version